|
---|
উজির আলী,নতুনগতি চাঁচল: ১৭ মার্চ
করোনার সংক্রমণ ঠেকাতেই এ সতর্কতামূলক ব্যবস্থার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
তারই মাঝে মালদহের চাঁচলের ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর জাতীয় যুব পরিষদ প্রশিক্ষণ শিবিরের স্বনির্ভরদের যৌথ উদ্যোগে গ্রামে গ্রামে সচেতনতার প্রচার চালানো হল মঙ্গলবার।
প্রশিক্ষণ শিবিরের মহিলা কারিগররা নিজের হাতে তৈরীর মাস্ক পথ চলতি ও পাহাড়পুর, গিলাবাড়ী,বিদ্যানন্দপুর সহ সাহুরগাছি গ্রামের মানুষের কাছে বিলি করেন। প্রথমে পাহাড়পুর কারিগর প্রশিক্ষণ শিবিরের নিজেদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের আলোচনাও করেন তারা।
পরে ৮১ নং জাতীয় সড়কে র্যালি করে এবং সচেতনতা বার্তা তুলে ধরা হয় পথ চলতিতের মাঝে। এছাড়া বিভিন্ন যানবাহন সহ বাস যাত্রীদের মাস্ক প্রদান করা হয় এদিন উৎকর্ষ বাংলার তরফে।
এবিষয়ে প্রশিক্ষণের কারিগর মানসী বিশ্বাস বলেন, আমরা নিজেরাও সচেতন থাকব এবং জনসাধারণের কাছে বার্তা পৌছাতে চায়, যে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়ায় খায়। এবং অন্যের এঁটো খাওয়া ও জনবহুলে গা ঘেষাঘিষি থেকে যেন বিরত থাকে।
কারগরি শিবিরের প্রশিক্ষক সমীর দাস বলেন, করোনা মহামারির সচেতনতায় আজ আমাদের ১০০ জন ছাত্রী নিয়ে এলাকায় ঘুরে ঘুরে করোনা সচেতনতা বার্তা পৌছাচ্ছি। ও সাথে আমাদের তৈরি অানুমানিক ৫০০ মাস্ক পথ চলতি সহ গ্রামের মানুষদের কাছে তুলে দিচ্ছি।