আদৌ কি সঠিক সময়ে পরীক্ষা নিতে পারবে স্কুল ও কলেজগুলি,বর্ধিত ছুটি নিয়ে চিন্তিত শিক্ষক মহল!

আদৌ কি সঠিক সময়ে পরীক্ষা নিতে পারবে স্কুল ও কলেজগুলি,বর্ধিত ছুটি নিয়ে চিন্তিত শিক্ষক মহল!

    রাজিবুল হোসেন, নতুন গতি : বর্তমানে পৃথিবীর সব দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এটি ছড়িয়ে পড়েছে ভারতেও। সেই কারনে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি বলে ঘোষণা করেছেন।
    আর এই বর্ধিত ছুটি নিয়ে চিন্তিত শিক্ষক মহল।রাজ্যের স্কুলগুলোতে প্রথম সামেটিভ পরীক্ষা হয় এপ্রিল মাসে। টানা এক মাস স্কুল বন্ধ থাকার ফলে সিলেবাসের অনেকটাই বাকি থেকে যাবে বলে কার্যত স্বীকার করছেন শিক্ষকরা। এখন এপ্রিলে বিভিন্ন ক্লাসের সামেটিভ পরীক্ষা কী করে হবে, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
    রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সবচেয়ে বেশি সমস্যা হবে তা বলাই যায়। এপ্রিলে মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার পরীক্ষা হয়ে থাকে। এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এপ্রিলের প্রথম সপ্তাহেই দুই এবং চার নম্বর সেমেস্টারের পরীক্ষা সূচি রয়েছে। এখন সেই সূচি পরিবর্তন করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা রয়েছে এপ্রিলের শেষে।করোনার জেরে, এসব পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।