|
---|
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নতুন ভবন উদ্বোধন বীরভূমের লোকপুরে
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।লোকপুর মাতঙ্গনি সংঘ ও সমবায় সংঘের নানহা ইয়াসমিন,প্রভা দে শীল, সোনামনি হেমরম প্রমুখ সদস্যরা অতিথিদের চন্দনের ফোঁটা ও পুষ্প স্তবক দিয়ে বরন করে নেয়। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার ভবানী প্রসাদ চক্রবর্তী ফিতা কেটে সেই নতুন ভবনের শুভ দ্বার উদঘাটন করেন। উপস্থিত গ্রাহকদের সাথে ব্যাঙ্কের পরিসেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা চলে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব দত্ত, সমাজসেবী দেবদাস নন্দী,সেখ শিশুল সহ উপস্থিত সকলে এটিএম খোলার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের রিজিওনাল অফিসার উৎপল ভট্টাচার্য্য, স্থানীয় ব্যাঙ্কের ম্যানেজার উল্লাস চ্যাটার্জি,ফিল্ড অফিসার বিধান পাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যাঙ্ক স্থানান্তর সম্পর্কে এক সাক্ষাৎকারে রিজিওনাল ম্যানেজার ভবানী প্রসাদ চক্রবর্তী জানান আগে যে বিল্ডিং এ ব্যাঙ্ক ছিল সেটা দোতলায় যার জন্য বয়স্কদের উঠানামা এবং বাথরুম সহ বেশকিছু সমস্যার কথা ভেবে নতুন বিল্ডিং এ স্থানান্তর করা হলো। এটিএম খোলার ব্যাপারে জানান চিন্তা ভাবনা করা হচ্ছে। অন্যদিকে মাতঙ্গনি সমবায় সংঘের কোষাধ্যক্ষ নয়নতারা বিবি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন দোতলায় ব্যাঙ্ক থাকায় বয়স্ক সহ প্রতিবন্ধীদের উঠানামা ছিল মূল সমস্যা, এছাড়া সমবায় থেকে ও লোন আদান-প্রদান করা হয় এই ব্যাঙ্কের মাধ্যমে, যার জন্য ভিড় হলে গুমোট পরিবেশ সৃষ্টি হতো সেই সমস্ত কাটিয়ে এখন নির্মল পরিবেশে ব্যাঙ্কের কাজকর্ম করা যাবে,অশস্তি দূর হবে।