|
---|
সংবাদদাতা : উদার আকাশ ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন কবি অতসী ঘোষ। রবিবার বইমেলায় লিটল ম্যাগাজিনের টেবিলের সামনে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদার আকাশ প্রকাশন সংস্থার কর্ণধার তথা পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, রজ্যসরকারের আইন আধিকারিক অরিজিৎ সাহা।
উদার আকাশ পত্রিকা ও প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ বলেন,
“মনের চিত্রের বহিঃপ্রকাশ অথবা তার গোপনীয়তা বজায় রাখার এক মাধ্যম আমাদের মুখ। মানুষের জীবনের বিভিন্ন স্তরের বিভিন্ন মুহুর্তের অভিজ্ঞতা এবং মানব মন যে সমস্ত সুক্ষ্ম অনুভূতির মধ্যে দিয়ে যায়, সেই অনুভূতি গুলিকে তুলে ধরার প্রচেষ্টায় কলম ধরেছেন একাধিক লেখক এই বইমেলা বিশেষ সংখ্যায়। অনেক সুপ্ত অনুভূতি মনের অবচেতনে থেকে যায়। কিছু বা প্রকাশ পায় লেখার মধ্যে।”
দুই বাংলার লেখকদের একাধিক বিষয় নিয়ে লেখায় সমৃদ্ধ আয়োজন বইমেলা বিশেষ সংখ্যা।