|
---|
বিশেষ প্রতিবেদন : দেগঙ্গা, বিরোধী দল ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে কয়েক শো বিরোধী দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দেগঙ্গায়। রবিবার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকার খেজুরডাঙ্গা গ্ৰামে দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, ব্লক সভাপতি আনিসুর রহমান, তুষার কান্তি দাস, আসাদুল সর্দার,নিলুপদ দাস,আবু তালেব,হাজী সফর আলী,হাজী এমদাদুল, সুনীলবরণ ঘোষ,মেকাইল,সূকান্ত রায়, সাইফুল,সুব্রত, কুতুব, হাফিজুর রহমান, প্রমুখ।জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ, শিক্ষক নেতা ফারহাদ স্বাগত জানিয়ে বলেন মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত আছে তাতে বিরোধীদের কোন অস্তিত্বই থাকতে পারে না।২০২৪ লোকসভা নির্বাচনে সর্বভারতীয় স্তরে মমতা ব্যানার্জির দিল্লি যাত্রা অত্যন্ত সুখকর হওয়ার আহ্বান জানান। বিরোধী দলত্যাগী সুজিত পালিত বলে সুস্থ মনের মানুষ বিজেপি দলে থাকতে পারে না। পাশাপাশি দিদির উন্নয়ন যেভাবে চলছে তাতে শরিক হওয়ার জন্যই সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস যোগদান।