মমতা ব্যানার্জির বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে শাম্মী জাহান, এই বাংলা সম্প্রীতির বাংলা

 

    নিজস্ব সংবাদদাতা- শক্তির আরাধনা, আলোর রোশনাই, হরেক রকম বাজির সমষ্টিই তো দীপাবলী।কোথাও আলোর মেলা তো কোথাও আবার বাজির তারতম্যে চক্ষু চড়কগাছ। দীপাবলিতে আলোর রোশনাই বয়ে নিয়ে আসে আনন্দধারা। ভ্রমণ পিপাসু, খাদ্য রসিক বাঙালি মেতে ওঠে আনন্দে। ছকবাঁধা এই জীবনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দুঃখ, যন্ত্রণা ভুলিয়ে দেয়।

    রাজ্যের প্রতিটি প্রান্তরে অনুষ্ঠিত হচ্ছে কালীপুজো। এবারের কালি পুজোতে ভিড় জমেছে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে। মুখ্যমন্ত্রী নিজের হাতেই ভোগ রান্না করেছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ছড়াছড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপূজোয় আমন্ত্রিত হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিমির দিদি শাম্মী জাহান। শাম্মী জাহান জানান দিদির দেওয়া পুজোর ভোগ পেয়ে আমি অভিভূত এবং আপ্লুত। দিদি অত্যন্ত বড় মনের মানুষ। বাড়িতে গিয়ে বোঝাই গেল না তিনি বাংলার মুখ্যমন্ত্রী, অতিথিদের দেখেই শুরু করলেন আপ্যায়ন। দিদির নেমন্তন্ন পেলে পরের বছর‌ও আবার যাবো।