অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ খগেন মুর্মু।

 

    উজির আলী, মালদা:
    অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার শিকার হলেন খোদ বিজেপি সংসদ খগেন মুর্মু। অনলাইনে স্মার্টফোন অর্ডার দিয়ে স্মার্টফোনের বদলে পেলেন বাক্সভর্তি পাথর।বাধ্য হয়ে স্থানীয় মালদা ইংরেজবাজার থানায় অনলাইন অ্যামাজন কোম্পানির নামে অভিযোগ দায়ের করেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সম্প্রতি তার মোবাইল ফোনটি খারাপ হয়ে যায়। অনলাইনের মাধ্যমে অ্যামাজনে একটি স্মার্টফোন দিপাবলী অফারে বুক করেন। যার মূল্য প্রায় ১১৯৯৯ টাকা। সেইমতো মোবাইল ফোনটি সোমবার সকালে তাঁর বাড়ি মালদা ইংরেজবাজার শহরের নিজ বাড়িতে আসে। বাড়ির লোকজন ওই মোবাইল ফোনটি নেন। খুলে দেখতে পান যে কোম্পানির যে মোবাইল ফোন অর্ডার দেওয়া হয়েছিল সেই কোম্পানির মোবাইল ফোনের কোন বাক্স নেই। অন্য কোম্পানির বাক্স মোবাইল পাঠানো হয়েছে। এরপরই বাক্স খুলতেই বিজেপি সাংসদ খগেন মুর্মু দেখতে পান মোবাইল ফোন তাতে নেই। বাক্সের ভিতরে রয়েছে টুকরো পাথর।সাংসদ খগেন মুর্মু জানান, আমাজন কোম্পানি মানুষের সঙ্গে প্রতারণা করছে। এদিন প্রতারণার শিকার তিনি নিজেও। এই সমস্ত কোম্পানীগুলি কোটি কোটি টাকা মানুষের সঙ্গে প্রতারণা করছে। অনলাইন পরিষেবা একটি বৃহৎ পরিষেবায় পরিণত হয়েছে। সে ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কোম্পানি কিভাবে এই ধরনের ঘটনা ঘটায়। তাহলে কি এর পেছনে অন্য অসাধু চক্র রয়েছে।সমস্ত ঘটনা লিখিত আকারে ইংরেজবাজার থানার জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।