ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে থুতু ফেলতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো যুবকের

শেখ আরেফুল, পূর্ব মেদনীপুর: সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার রেল স্টেশনের কিছু আগে গিরিরচক জালপাইয়ের কাছে। মৃত যুবকটির নাম পিঙ্কু দে (৩২)। তাঁর বাড়ি মন্দারমণি কোস্টাল থানার গদাধরপুরের কালিন্দী গ্রামে।      তাঁর সঙ্গী বন্ধু অভিষেক গায়েন জানিয়েছে, পিঙ্কু কলকাতার শিয়ালদহ এলাকায় একটি লস্যি দোকানে কাজ করে। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। প্রতি মাসে কিছুদিন অন্তর ছুটি নিয়ে বাড়ি চলে আসে সে। আবার খুব সকালে দিঘা-কলকাতা লোকাল ট্রেন ধরে ডিউটিতে চলে যায় সে। এভাবেই বহু বছর ধরে চলছে। কিন্তু আজ সকালে ট্রেনটি নরঘাট ব্রিজ  পেরিয়ে নন্দকুমার স্টেশনের দিকে যাওয়ার সময় পিঙ্কু গেটের সামনে দাঁড়িয়ে বাইরে থুতু ফেলতে যাচ্ছিল। সেই সময় হাত ফসকে ট্রেন থেকে ছিটকে পড়ে সে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ট্রেনটিকে কেউ না দাঁড় করানোয় সেটি চলে গিয়েছে। এরপর তাঁর পরিচিত ও বন্ধুরা পরের স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে ঘটনাস্থলে এসে পৌঁছায়।

    এরপর তাঁর পরিচিত ও বন্ধুরা পরের স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে ঘটনাস্থলে এসে পৌঁছায়। খবর পেয়ে নন্দকুমার জিআরপি থেকে পুলিশ আসে। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য নন্দলাল মন্ডল, সেক মেহেবুবরা এসে পুলিশকে সহযোগিতা করে মৃতদেহটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দেহটি নন্দকুমার থানার হাতে তুলে দেওয়া হবে বলে জিআরপি সূত্রে জানানো হয়েছে।