কামালপুর যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির

 

    মহঃ রিপন, মুরার‌ই

    রক্তদান জীবন দান সেই লক্ষ্যেই রক্তদানের চাহিদা পূরণ করতে বীরভূম জেলার পাইকর থানার কামালপুর যুব সংঘের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদান উত্সবে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম ও আব্দুল হক, মদন মোহন ঘোষ, মুহাম্মদ শহীদুল্লাহ, গোলাম রসূল নিন্দা ও প্রতিবাদ গ্রুপের মফিজুল সেখ আব্দুল মান্নান এছাড়া আরো অন্যান্য স্বেচ্ছাসেবক। কামারপুর যুব সংঘের সেক্রেটারি রাজ্জাকুল ইসলাম সুমন এর কথায় আমরা রক্তদান শিবির এর মাধ্যমে সমাজের যুব সম্প্রদায়ের কাছে রক্তদান ব্যাপারটাকে বেশি করে আগ্রহী করে তুলতে চাই এবং রক্ত দান করলে শরীরের কোন ক্ষতি হয় না বরং উপকার হয় সেই দিকটাই আমরা তুলে ধরেছি রক্তদানের মাধ্যমে।