|
---|
নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনেখালির লায়ন্স হসপিটালের আই সি ইউ ও ডায়ালিসিস ইউনিটে উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার ৩০ শে জুন । উদ্বোধন করেন ধনেখালি ব্লকের বি এম এইচ ও মাননীয় ডা: কৌশিক চক্রবর্তী। সভাপতিত্ব করেন লায়ন্স হসপিটালের সভাপতি শান্তিময় দে। ডা: কৌশিক চক্রবর্তী তাঁর ভাষণে বলেন, “লায়ন্স হসপিটালের এই আই সি ইউ ও ডায়ালিসিস ইউনিট স্থাপন একটা বিরাট সাফল্য। এলাকার মানুষজন এতে উপকৃত হবেন। ধনেখালিতে লায়ন্স হসপিটাল এর পরিকাঠামো দেখে আমরা খুবই খুশি। সভাপতি শান্তিময় দে সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরলেন। আরও বললেন প্রতিষ্ঠাতা কালীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হল বলে আমরা অভিভূত। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসফার সাহেব ।