|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার পৌর প্রশাসক দীননারায়ন ঘোষের সহযোগিতায় ও বেশ কিছুজন সমাজসেবীদের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরের কলেজ-কলিজিয়েট ময়দানে প্রাচীর ধারে ৮ টি চারাগাছ ও পার্থেনিয়াম ধ্বংস কর্মসূচি অনুষ্ঠিত হলো। গত ৫ ই জুন পরিবেশ দিবসের দিন এঁদের উদ্যোগে বেশ কিছু চারাগাছ লাগানো হয়েছিল তার কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় সেই জায়গা গুলিতে গাছ লাগানো হলো। পাশাপাশি পুরসভার পৌর প্রশাসকের সহযোগিতায় বেশ কিছু পার্থেনিয়াম ধ্বংস করা হলো। সমাজসেবী রীতা বেরা,গোপাল সাহা, পারমিতা সাউ এই কর্মসূচির মূল উদ্যোক্তা।