মৃত দুই তৃণমূল কর্মীর স্মৃতিতে স্মরন সভা

আজিজুর রহমান,গলসি : মৃত দুই তৃণমূল কর্মীর অকাল প্রয়াণে স্মরন সভা করলো তৃণমূল। এদিন বিকালে গলসি ১ নং ব্লকের গলিগ্রামে ওই স্মরণ সভা করা হয়। মথুরাপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্দ্যোগে গলিগ্রামে ওই স্মরন সভা করা হয়। জানা গেছে, স্বর্গীয় আশীষ দও ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ইং ২০ ডিসেম্বর ২০২৩ শে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এছাড়াও দেবব্রত ঘোষ লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ২০২৪ সালে ২৪ শে জানুয়ারি মারা যান। তৃণমূল নেতৃত্ব জানাই, ওই দুই তৃণমূল কর্মী শুধু দলের নয় গ্রামেরও সম্পদ ছিলেন। তারা দীর্ঘদিন তৃণমূলের দলীর প্রচারে নিয়জিত ছিলেন। এছাড়াও তারা সমসময় গ্রামে রাজনীতি ভুলে সকল কাজে মানুষকে সহযোগিতা করতেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী, জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জ্জী, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মেহেবুব মন্ডল, উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেয়া রায়, তৃণমূল নেতা, প্রশান্ত লাহা, উত্তম রায়, মিন্টু গোপাল রায়, মিতন বাগদি, সন্দীপ ভট্টাচার্য, অনুপ পাঁজা, লব হুই সহ অনেকে।