|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। সুন্দরবন কোস্টাল থানা একজনকে আটক করেছে। নাম : অনিমেষ মন্ডল (৩৮ বৎসর), পিতা : গীরেন্দ্রনাথ মন্ডল। কুমিরমারি বাজার পাড়ার বাসিন্দা। তার থেকে উদ্ধার করা হয় –
একটি অপ্রতিজিত ডবল ব্যারেল লম্বা নলা বন্দুক।
একটি দীর্ঘায়িত নল যুক্ত দেশীয় বন্দুক।
একটি দেশীয় ১ শ্যুটার ছোট অগ্নিনির্বাপক অস্ত্র।
একটি সংস্কারাধীন দেশীয় ১ শ্যুটার ছোট অগ্নিনির্বাপক অস্ত্র।
২২টি ১২ বোরো লাইভ গোলাবারুদ।
১৫টি ৮ মিমি লাইভ গোলাবারুদ।
৫টি ৩৮০ লাইভ গোলাবারুদ।
তার বিরুদ্ধে এসডিবি কোস্টাল থানায় একটি মামলা রুজু হয়।