|
---|
শুভদীপ পতি, পূর্ব মেদিনীপুর: মোদীর পাঁচ বছরের রাজত্বে সারা দেশে বার হাজার কৃষক আত্মহত্যা করেছে ও তিন কোটি মানুষ বেকার হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী আজ পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারের উপর তোপ দাগলেন।
যখন গ্রীষ্মেরর প্রখর রৌদ্রের তাপমাত্রা ৪২° সেলসিয়াস ছুঁই ছুঁই, তখন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের নিমতৌড়ি ও হেঁড়িয়াতে জনসভা করলেন মমতা।
প্রথমে তমলুক লোকসভা কেন্দ্রের নিমতৌড়িতে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে ভোট প্রচারসভা করেন মমতা। এই জনসভায় বক্তব্যের মূল নিশানা ছিল প্রধানমন্ত্রী মোদীর দিকে। এদিন মমতা বলেন, “পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের আমলে বার হাজার কৃষক আত্মহত্যা করেছেন। তিন কোটি মানুষ বেকার হয়েছেন”। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নমিনেশনের দিনেও যে টাকা খরচ হয়েছিল তার হিসাব চাওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।
অন্য দিকে NRC নিয়েও কটাক্ষ করেন তিনি। এ দিন তাঁর জনসভায় ঐক্যবদ্ধ সরকারেরও ডাক দেন।
অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে শিশির অধিকারীর ভোট প্রচারের লক্ষ্যে জনসভা করেন মমতা। তাঁর মুখে সেখান থেকেও একই নিশানা শোনা যায়।
বর্তমানে রাজ্যের শাসক দলের প্রধান বিরোধী দল হিসেবে যে বিজেপি, তা বলার অবকাশ রাখে না।