ইভিএমে গন্ডগোল ,সাড়ে আটটার পর ভোট শুরু হল পাইকর থানার কনকপুরে

 

    মোহাম্মদ রিপন ,মুরারই

    চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। বীরভূম কেন্দ্রের ইতিমধ্যেই বেশ কয়েকটি বুথে ইভিএম গোলযোগের অভিযোগ সামনে এসেছে। পাইকর থানার কনকপুর 199 নম্বর বুথে ইভিএম গন্ডগোলের কারণে নির্ধারিত সময়ের পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এদিকে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাঠিয়া গ্রামের 159 নম্বর বুথে নির্ধারিত সময়ের প্রায় 45 মিনিট পর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কনকপুর গ্রামের সাকিনা বিবি নামে এক মহিলা ভোট দিতে এসে বলেন আমরা সাতটার সময় ভোট দিতে এসেছিলাম কিন্তু ইভিএম মেশিন খারাপ থাকার কারণে ভোট দিতে পারিনি।

    প্রায় দেড় ঘন্টা মত আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ইভিএম মেশিন ঠিক হলে আবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এদিকে কাঠিয়া গ্রামের আলি আকবর নামে এক ব্যক্তি বলেন নির্ধারিত সময়ের প্রায় 45 মিনিট পর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।