বিশ্ব বেতার দিবস উদযাপন করলো মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার

নিজস্ব সংবাদদাতা : ১৩ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আয়োজনে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে উদযাপন হল বিশ্ব বেতার দিবস । এই উপলক্ষে একটি শ্রোতা সম্মেলন ও রেডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ধরনের রেডিও সেট ও আকাশবাণী সহ বিভিন্ন আন্তর্জাতিক বেতার যেমন রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল , ভয়েস অফ ভিয়েতনাম, ভয়ে সব মঙ্গোলিয়া ,রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, কে বি এস, রেডিও তেহরান ইত্যাদি বেতারের প্রদর্শনীর আয়োজন করা হয়। মুর্শিদাবাদ, বীরভূম ,নদীয়া জেলার শ্রোতা ও মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার গবেষক ও লেখক শ্রী প্রকাশ দাস বিশ্বাস, সমাজকর্মী মতিউর রহমান, কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রধান শিক্ষক মলয় বিশ্বাস, শিবেন্দু পাল, আব্দুল হাদী, বিশ্বনাথ মন্ডল,ধ্রুবনারায়ণ রায়, কুনাল কান্তি দে, কাশীনাথ মন্ডল, বাবুরাম মন্ডল,স্বরূপ চাঁদ সেখ, ডক্টর দীপঙ্কর রায়, কৃষ্ণেন্দু মন্ডল, সুব্রত দাস, রফিকুল মন্ডল, সৌমেন বিশ্বাস, মনিরা বেগম, আবু তোরাব মোল্লা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন তানজিলাল সিদ্দিকী ।

    মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সম্পাদক শিবেন্দু পাল জানান বিশ্ব বেতার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড রেডিও ডে হল একটি আন্তর্জাতিক দিবস যা ২০১২ সাল থেকে প্রতি বছর ১৩ই ফেব্রুয়ারি পালন করা হয়, জনসাধারণের মাঝে ও সংবাদমাধ্যমে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও সহজলভ্য ভাবে বেতারের মাধ্যমে তথ্য প্রদান করা এই দিবসের পালনের অন্যতম লক্ষ্য।
    ২০২৪ সালে ১৩ তম বিশ্ব বেতার দিবস এর থিম হলো- “বেতার: এক শতাব্দী ধরে জানাচ্ছে, বিনোদন দিচ্ছে এবং শেখাচ্ছে”(“Radio: A century informing, entertaining and educating”).
    বেতার ভুবন নামে একটি পত্রিকা প্রকাশ করে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার । প্রসঙ্গত মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে গত ২১ শে জানুয়ারি বহরমপুরে বেতার শ্রোতাদের নিয়ে রাজ্য সম্মেলন ও ৯-১৫ই ডিসেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদ জেলা বইমেলায় সাত দিনব্যাপী একটি স্টল দিয়ে এই ডিজিটাল যুগে বেতারের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার কর্মসূচী নিয়েছিল।