জলস্বপ্ন “এর সফল রুপায়ণ হলো নবাবপুর গ্রামপঞ্চায়েতে

সেখ আব্দুল আজিম চন্ডীতলা :-নবাবপুর হুগলী ১৫ ফেব্রুয়ারী মানবিক মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দোপাধ্যায় ‘এর স্বপ্নের প্রকল্প “জলস্বপ্ন “এর সফল রুপায়ণ সংগঠিত হলো আজকে নবাবপুর গ্রামপঞ্চায়েত এলাকার ছিটপুকুরে! এলাকারবাসীর ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল (নলবাহিত)পৌঁছে দেওয়ার অঙ্গীকারনামার সফল বাস্তবায়ন তথা প্রকল্পের উদ্বোধনী তে আজকে উপস্থিত ছিলেন নবাবপুর গ্রামপঞ্চায়েত প্রধান রীনা সাঁতরা -উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক -সঞ্চালক আনিসুর রহমান নস্কর -সিরাজুল হক মল্লিক সহ অন্যান্য সদস্য /সদস্যাগণেরা! এছাড়াও সমগ্র উদ্বোধনী অনুষ্ঠান টি পৌরহিত্য করেন চন্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ “সেখ মোসারফ আলি “সহ পঞ্চায়েত সমিতির সদস্য ‘হরিদাস পাল ‘! চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মুশরাফ আলী জানালেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রেউজির চকের বাসিন্দ বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোকাম মল্লিক উক্ত প্রকল্পের জন্যে তিনি স্বইচ্ছায় জমি দান করেছেন। পানির ট্যাংকের জমি এছাড়াও যাতায়াতের রাস্তাসহ। আলহাজ্ব মোকিম মল্লিক কে চন্ডীতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মশারফ আলী ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ছাড়ও সকল সদস্য সদস্যা হাজী সাহেবকে মোবারকবাদ জানিয়েছেন । আজকে এই জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়া এলাকাবাসীর ঘরে ঘরে পানীয়জলের সরবরাহ যে সুন্দরভাবে হবে, —-তাতে এলাকাবাসী একপ্রকার নিশ্চিত!!