নির্ব্বাচনের জন্য সীল করা হল বাংলা- ঝাড়খণ্ড সীমান্ত।

খান আরশাদ, বীরভূম –
আর মাত্র কয়েক ঘন্টা পরই বীরভূমের ২টি কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। শনিবার সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলাশাসক মৌমিতা গোধারা বসু ও পুলিশ সুপার আভারু রবিন্দ্রনাথ জানান এজন্য জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ১৬ টি জায়গায় নাকা চেক-পোষ্ট বসানো হয়েছে। বীরভূমের ২টি কেন্দ্রে ৩ হাজার ২১টি বুথে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৭০৯ টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বীরভূমের সীমান্তবর্তী রাজনগর ও চন্দ্রপুর থানার বেশ কয়েকটি জায়গায় রবিবার নাকা চেকিং করা হয়। ইতিমধ্যে বীরভূমে ১২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হয়েছে এবং ৯৯ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে।