ব্যবসা সেরে বাড়ির ফেরার পথে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, সরব ওয়েলফেয়ার পার্টি

 

    নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: দোকানে খুচরো সামগ্রী বিক্রি করে বাড়ি ফেরার পথে দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো সীমান্ত রক্ষী বাহিনী তথা বিএসএফ এর বিরুদ্ধে। বিএসএফ এর মারে বর্তমানে গুরুতর জখম অবস্থাই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সুতি থানার ঠাকুরপাড়ার বাসিন্দা শেখ হাবিবুর রহমান। ঘটনায় নূরপুর ক্যাম্পের ছয় বিএসএফের বিরুদ্ধে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাবীবুরের মা রোশনারা বিবি। আজ রবিবার হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে যখন তখন অকারনে সাধারণ নিরীহ মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটের ঠিক একদিন পরেই নিজের ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান ও তার বন্ধু ভরত পাল। অভিযোগ, সেসময় নূরপুর বিএসএফ ক্যাম্পের কাছাকাছি কাঁঠালতলা জামে মসজিদের সামনে পাঁচ ছয়জন বিএসএফ তাদের নামধাম পরিচয় জিজ্ঞেস করে। স্থানীয় পরিচয় দেওয়ার পরেও তাদেরকে বেধড়ক মারধর করে। ঘটনার কিছুক্ষণ পর অচৈতন্য অবস্থায় সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে  মহেসাইল হাসপাতালে ভর্তি করেন। ভরত পালকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও অবস্থার অবনতি হওয়ায় হাবিবুর কে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে ঘটনার খবর পেয়ে আজ  রবিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। পার্টির সর্বভারতীয় সভাপতি ড.এস কিউ আর ইলিয়াসের নির্দেশে এদিন হাবিবুর রহমানের সাথে সাক্ষাতে যান জঙ্গিপুর মহকুমা সম্পাদক আবুতাহের আনসারী, পৌর কমিটির সভাপতি মাসরুর আহমেদ অন্যান্য নেতৃবৃন্দ। পার্টির সম্পাদক আবুতাহের আনসারী ক্ষোভের সুরে জানান, যখন তখন বিএসএফের হাতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।বাদ পড়ছে না স্কুল ছাত্ররাও। এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও অন্যায় ভাবে হাবিবুর রহমান কে মারধর করার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।