বর্ধমানে ক্যা বিরোধী প্রতিবাদ মিছিল

সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর নেতৃত্বে এনআরসি, ক্যা (সি এএ) এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তীব্র শীতকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ এই মহামিছিলে যোগদান করে কেন্দ্রের কালাকানুনের বিরুদ্ধে গর্জে ওঠেন। সমাজের সর্বস্তরের, সব বয়সের, সব ধর্মের মানুষ তৃণমূল নেতা কাঞ্চন কাজীর নেতৃত্বে ২৬ নং ওয়ার্ড পরিক্রমা করে। মিছিল শেষে উপস্থিত প্রতিবাদকারীদের ধন্যবাদ জানাতে গিয়ে জেলার প্রভাবশালী তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, নাগরিকত্ব আইনের মাধ্যমে বিজেপি সরকার দেশে যে ধর্মের বিভাজন সৃষ্টি করতে চায়ছেন তা আমরা মানি না,। তিনি বলেন, রাজনৈতিক চক্রান্ত করে আমাদের সম্প্রীতির সম্পর্ক ভাঙা যাবে না। কাঞ্চন কাজী বলেন, তৃণমূল কংগ্রেস দেশব্যাপী আন্দোলন করছে এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। তিনি মানুষের কাছে সম্প্রীতি রক্ষার আবেদন জানান। বলাবাহুল্য, মহামিছিলে মহিলাদের উপস্থিতি হার ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।