|
---|
নূর আহমেদ,মেমারি : ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির খাঁড়ো মাঠে সম্প্রীতি মঞ্চে আজ মানুষের চোখের জলে শ্রদ্ধা অর্পণ করা হলো প্রসিদ্ধ অর্থোপোডিক্স চিকিৎসক ডাঃ বিপ্লব চ্যাটার্জী(র পার্থিব দেহে। চিকিৎসকের অকাল প্রয়াণে মেমারি সহ পূর্ব বর্ধমান জেলাবাসী শোকাহত। শেষ শ্রদ্ধা জানাতে আসেন অগণিত মানুষ। উপস্থিত ছিলেন মেমারির বিভিন্ন প্রশাসনিক আধিকারিক সহ রাজনৈতিক নেতা ও জেলার বিভিন্ন ডাক্তাররা। জানা যায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে গোয়াতে এক সেমিনারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার কোনো সুযোগ না দিয়েই পরলোক গমন করেন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়া থেকে মরদেহ বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে সকাল ৯ টায় দর্শন ও শ্রদ্ধা জানানোর জন্য সুযোগ দেওয়া হয়। সকাল সাড়ে ৯ টায় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালের অফিসে শায়িত রাখা হয়। সকাল সাড়ে দশটায় মেমারির খাঁড়োর শিবালয় বাসভবনে ও পরে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চে শায়িত রাখা হয়। তার পর পার্থিব দেহ অন্তিম ক্রিয়ার জন্য ত্রিবেণীর উদ্যেশ্যে যাত্রা দেয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪১। তিনি পরিবারে রেখে গেলেন দুই নাবালক পুত্র, স্ত্রী সহ বাবা ও মা কে।