রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনের উদ্যোগে ডা: হা: গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান শিবির, উপস্তিত জেলা ও রাজ্যস্তরের সরকারি সংগঠনের নেতৃত্বরা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-থ্যাসেমিয়া ও মুমূর্ষ রুগীদের রক্তের অভাব দুর করতে, রক্তদান জীবনদান,রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই মূল মন্ত্রকে সামনে রেখে পশ্চিম বঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে এবং ডায়মন্ড হারবার গভার্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ইউনিট এর সহযোগিতায় এই সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন ডায়মন্ড হারবার গভার্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গ্রাউন্ড ফ্লোর একাডেমিক বিল্ডিংএ এই রক্তদান কর্মসূচি হয়। এখানে বহু পুরুষ ও মহিলা রক্তদান করতে এগিয়ে আসেন। উপস্থিত ছিলেন গণেশ পুর্কাইত জেলা নেতৃত্ব ও পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, বিধায়ক ডা: অলক জলদাতা রায়দিঘি,ডা: উৎপল দাঁ প্রিন্সিপাল ডা: হা: মেডিকেল কলেজ হাসপাতাল,শুভদীপ চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী,অরিন্দম পুরকাইত জেলা নেতৃত্ব পি বি আর এস কে এফ, ডা: তন্ময় কান্তি পাঁজা এম এস ভি পি,শ্যামল তাট্টনায়ক স্টিয়ারিং কমিটি সদস্য পশ্চিম বঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন, জয়শ্রী সাহা এ সি এন ও এইচ ডা: হা:, বিধায়ক যগরঞ্জন হালদার কুল্পি ,গৌরী মণ্ডল নার্সিং সুপার,জয় দত্ত ডেপুটি সুপার, প্রদীপ সরদার সভাপতি পি বি আর এস কে এফ ডা: হা: স্বাস্থ্য জেলা, অয়ন চক্রবর্তী সম্পাদক পি বি আর এস কে এফ ডা: হা: স্বাস্থ্য জেলা,নিরুপম মণ্ডল সহ উপস্থিত জেলা ও রাজ্য স্তরের সরকারি সংগঠনের নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।