বাল্যবিবাহ শিশু শ্রম ও শিশু পাচার বিষয়ক এক দিনের সেমিনার কুলতলিতে 

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা : জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর উদ্যোগে ও কুলতলি ব্লক প্রশাসন এর সহযোগিতায় একটি প্রোগ্রামের আয়োজন করা হয় চাইল্ড সেক্স ট্রাফিকিং এবং শিশু অধিকার বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে। প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মাধ্যক্ষ নটি গ্রাম পঞ্চায়েত এর প্রধান ও উপপ্রধান, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, স্বয়ংবর গোষ্ঠীর সদস্য ও নেত্রী, কিশোরী ও অন্যান্যরা। আলোচনায় যে বিষয়টি উঠে আসে শিশু সুরক্ষা কমিটি গুলোকে কিভাবে আরো শক্তপোক্ত করা যায় সে বিষয়ে উপস্থিত প্রত্যেক আধিকারিক তাদের মতামত ব্যক্ত করেন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি পুনর্গঠন এর তারিখ ঠিক হয়। এলাকার পাচার এর ঘটনা কিভাবে আরো ভালোভাবে চিহ্নিত করা যায় ও প্রতিরোধ করা যায় সে বিষয়ে সকলেই অঙ্গীকার করেন বিভিন্ন দপ্তরের আলোচনায় এই বিষয়টিকে তুলে ধরবেন এবং শিশু সুরক্ষা কমিটির মিটিং নিয়মিত হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আগামী দিনে শিশু পাচার এবং শিশুদের বাল্যবিবাহ ও অন্যান্য সমস্যা কমানো সম্ভব হবে সে বিষয়ে সকলে আশাবাদী।

    মানব পাচার ও বাল্যবিবাহ রোধে স্বেচ্ছাসেবী সংগঠন জবালা উদ্যেগে ও কৈখালি সমাধান সমিতির ব্যবস্থাপনায় কুলতলী বিডিও মিটিং হলে ১৯শে সেপ্টেম্বর মঙ্গল বার বিকালে অনুষ্ঠিত হলো নারী ও শিশু পাচার বিরোধী সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার বিডিও বীরেন্দ্র অধিকারী যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাস গুপ্ত, কুলতলী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গুণধর সরদার, কুলতলী ব্লক নারী ও শিশু দপ্তরের কর্মদক্ষ অপর্ণা মন্ডল,কুলতলী পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মদক্ষ বিমল মন্ডল, কুলতলী পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ সাহাদাত শেখ জবলা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের হৃদয় কুমার সিং, কমলিকা, সীমা, তোফাজ্জেল হোসেন সহ একাধিক ব্যক্তিবর্গ কুলতলী ব্লকের নয়টি অঞ্চলের প্রধানসহ একাধিক জনপ্রতিনিধি। কুলতলি আই সির প্রতিনিধি SI সপ্তর্ষি মন্ডল,,কৈখালি সমাধান সমিতির কর্ণধার শক্তি পদ ভারতী নস্কর, ছায়া হালদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর মিশ্র, কুলতলী সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সুপারভাইজার আই সি ডিএস কর্মী,আশা কর্মী ব্লক লেভেল চাইল্ড প্রটেকসন মেম্বার সহ স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক কর্মকর্তা বিশেষ করে চাকরির টোপ দিয়ে সুন্দরবন এলাকার কিশোর কিশোরীদের নিয়ে ভিন রাজ্যে পাঁচার সহ তাদেরকে নিয়ে দেহ ব্যবসা সহ একাধিক পেশায় যুক্ত করা হচ্ছে আর তাঁর হাত থেকে এই সমস্ত কিশোর কিশোরীদের বাঁচানোর জন্য এমনই উদ্যোগ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের একাধিক জেলা মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা,সহ ঝাড়খণ্ড সহ একাধিক জায়গায় জবেলা নামক স্বেচ্ছাসেবী সংগঠন তারা এলাকার মানুষদের সচেতন করতে ও শিশুশ্রম বাল্যবিবাহ নারী পাচার সহ একাধিক বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে শতাধিক কিশোর কিশোরী অংশগ্রহণ করে।