খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা দুবরাজপুর ডিএস এ ক্লাবের

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ,তারমধ্যে অন্যতম দুর্গাপুজো।সেটাকে কেন্দ্র করে বাঙালিরা মেতে ওঠেন উৎসাহের জোয়ারে। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। খুঁটি পুজো শুরু হয়েছে জেলায় জেলায়। সে মত আজ গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে বীরভূম জেলার দুবরাজপুর ডিএসএ ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হল। ক্লাবের এবছরের দুর্গাপুজোর খুঁটি পুজো ১৪ তম বর্ষে পদার্পণ করল।এবছর তাদের পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। সমাজের কাছে নতুন থিম ভাবনা নিয়ে এই পুজো আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সেক্রেটারি দেবজিৎ ব্যানার্জি।উল্লেখ্য দুবরাজপুর শহর সহ এলাকার মানুষের কাছে ডিএসএ ক্লাবের নতুনত্বের থিম ভাবনায় আগ্রহ থাকে যথেষ্ট। প্রতিবছর দুর্গা পুজোর থিম ভাবনায় সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। এবারেও থিমের মধ্যে নতুন চমক রয়েছে,তবে এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি তাদের ভাবনা।