|
---|
দেবজিৎ মুখার্জি: ফের উত্তপ্ত হিংসাদীর্ণ মণিপুর। পাঁচজন সশস্ত্র যুবকের গ্রেপ্তারির পর নতুন করে অশান্তি ছড়ায় সেখানে। ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে মেতেই মহিলা সংগঠন মেইরা পাইবির। ফলে মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ ইম্ফল উপত্যকা।
তালা পড়েছে দোকান-বাজার সর্বত্র। রাস্তায় যান চলাচলের সংখ্যাও কম। গত পাঁচ মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠী হিংসার জেরে বিপন্ন মণিপুরের জনজীবন। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।