|
---|
করোনা ভাইরাস মোকাবিলায় বামেদের পর এবার বিজেপি সাংসদ ও বিধায়করা অর্থ সাহায্য ঘোষণা করলেন বাংলার
নতুন গতি ওয়েব ডেস্ক:করোনা মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থের। দেশের সঙ্গেই এই রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাশাপাশি সন্দেহভাজন রোগীদের সংখ্যাও কয়েকগুণ বেড়েছে। তাই চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে খরচ অনেক। এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ালেন বাম ও বিজেপির জনপ্রতিনিধিরা। রাজ্য বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপি নেতৃত্ব দলীয় বিধায়ক ও সাংসদদের নির্দেশ দিয়েছেন করোনা মোকাবিলায় ও চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য যত বেশি সম্ভব টাকা অনুদান দিতে। এরপরই বিজেপি বিধায়ক ও সাংসদরা নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা বরাদ্দ শুরু করেছেন। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করেছেন, বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। তিনি ১.৬ কোটি টাকা দিয়েছেন করোনা খাতে। পাশাপাশি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুর ১ কোটি টাকা করে দিয়েছেন। এছাড়াও সৌমিত্র খাঁ ৮০ লক্ষ, জ্যোতির্ময় মাহাত, নিশীথ প্রামাণিক, রাজু বিস্ত, জন বার্লা ও কুনার হেমব্রম নিজ নিজ সংসদীয় এলাকায় ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। উল্লেখ্য রাজ্যে বর্তমানে বিজেপি সাংসদের সংখ্যা ১৮। তাঁরা প্রত্যেকেই এই খাতে অর্থ বরাদ্দ করতে চলেছেন। অপরদিকে বাম পরিষদীয় নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন, বাম বিধায়করা এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করোনা মোকাবিলায় পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে অনুদান দিতে ইচ্ছুক। এরজন্য মুখ্যমন্ত্রীর মতামত জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।