করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 19হাজার 603জন

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 19হাজার 603জন

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    করোনাতে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই প্রতিবেদন লিখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4 লক্ষ 28 হাজার 256 জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 19হাজার 603জন। তবে এটাও জানা গেছে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন 109241 জন।
    করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ইতালিতে। মোট আক্রান্তের সংখ্যা 69 হাজার 176জন। তার মধ্যে মৃতের সংখ্যা 6 হাজার 820জন। তবে আশার আলো এই যে আজ নতূন করে কোনো আক্রান্ত হয়নি ও মৃত্যুও হয়নি। ইতালির পরেই খারাপ অবস্থা স্পেনের। সেখানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 2 হাজার 991জন।
    চীন থেকে ভাইরাসটা উৎপত্তি হয়ে বিশ্ব ভ্রমণ করলেও চীনের নতুন করে সংক্রমণের সংখ্যা খুবই কম। মোট আক্রান্তের সংখ্যা 81হাজার 280 জন। মোট মৃতের সংখ্যা 3 হাজার 281 জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে নতুন আক্রান্তের সংখ্যা 47 জন ও মৃতের সংখ্যা 4জন। এই হিসাবে দেখলে চীন যে কোভিড 19 মোকাবিলায় যথেষ্ট সফল সেটা স্পষ্ট।
    তবে ভারতের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগ পরিস্থিতি। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 562জন। মোট মৃতের সংখ্যা 10 জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই 14ই এপ্রিল পর্যন্ত লক ডাউন করে করোনা মোকাবিলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপর।