সুশান্ত সিং মামলায় গ্রেফতার অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জামিনের আবেদন খারিজ

সুশান্ত সিং মামলায় গ্রেফতার অভিনেত্রী রিয়া চক্রবর্তী, জামিনের আবেদন খারিজ

    আলম সেখ, নতুন গতি : অবশেষে গ্রেফতার হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত কে। ৩২ বছর বয়সের সুশান্ত সিং অল্প সময়েই বলিউডে জায়গা করে নেই। হঠাত ওনার মৃত্যুতে শোকাগত হয়ে যায় ওনার সমার্থক ও বলিউড। অনেকেরই দাবি চক্রান্ত করে মারা হয়েছে অভিনেতা কে তাই সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয় ওনার CBI তদন্ত।

    CBI তদন্তে একের পর এক গ্রেফতার হয়, সুশান্ত সিং রাজপুতের বাড়ির চাকর, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই এবার গতকাল মঙ্গলবার রিয়া চক্রবর্তীর ‘লিভ ইন পার্টনার’ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে জড়িত একটি মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গ্রেপ্তার করে। গতকাল কেই মেডিক্যাল পরীক্ষার পরে ভিডিও সম্প্রচারের মাধ্যমে রিয়াকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল। আদালতে অভিনেত্রী রিয়া চক্রবর্তী জামিন আবেদন করলে রিয়ার জামিন আবেদন নাকচ করে কোর্ট এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাকে বিচারিক হেফাজতে রাখার নির্দেশিকা দেন ।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো – এনসিবি দাবি করেছে যে তিনি ড্রাগ সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য এবং অভিনেতা সুশান্ত সিং এর জন্য ড্রাগস সংগ্রহ করেছিলেন তিনি । আদালত রিয়ার জামিনের আবেদন খারিজ করে 22 শে সেপ্টেম্বর পর্যন্ত তাকে বিচারিক হেফাজতে প্রেরণ করেছে তার কারণ এনসিবি জানিয়েছে যে অভিনেত্রী কে আরও তিনদিন জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে তিন দিন ধরে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্দে বলেনযে তিনি জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন।


    অভিনেত্রী কে গ্রেপ্তারের পরে করোনা ভাইরাস সহ মেডিকেল পরীক্ষার জন্য একটি গাড়িতে করে মুম্বাইয়ের বিএমসি-পরিচালিত সায়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার সাথে ছিলেন এনসিবি অফিসাররা। তাঁর সাথে ছিলেন একজন মহিলা পুলিশ কর্মকর্তা। কর্মকর্তারা জানান করোনা ভাইরাস পরীক্ষা অধীনে থাকা হাসপাতালে অভিনেত্রীর অ্যান্টিজেন পরীক্ষা করা হয় , যার রিপোর্ট নেতিবাচক এসেছে। কালকে সন্ধ্যা ৭ টার দিকে তাকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
    এর আগেই মাদক সরবরাহের অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডা এবং প্রয়াত অভিনেতার ঘরোয়া সহকারী দিপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে।

    অভিনেতার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত প্রশাসনিক অবস্থা :- ১৪ জুন: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। “২৫ জুলাই: ঘটনার ছয় সপ্তাহ পরে পাটনায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী-সহ ছয় জনের নামে আত্মহত্যায় প্ররোচনা ও ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগে।
    ” ৩১ জুলাই: পাটনায় করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)
    ” ৪ অগস্ট: সিবিআই তদন্তের সুপারিশ করেন নীতীশ কুমার বা বিহার সরকার । নীতীশ কুমারের সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করেন রিয়া।
    “৭ অগস্ট: রিয়াকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)
    “১৯ অগস্ট: সিবিআই তদন্তের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
    ” ২০ অগস্ট: গভীর রাতে মুম্বই পৌঁছায় CBI,
    ” ২১ অগস্ট: সুশান্তের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে CBI,
    “২২ অগস্ট: সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও দুই পরিচারককে পাঁচ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে CBI, এদিনের জিজ্ঞাসাবাদের পর আরও ৭ বার এঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
    ” ২৬ অগস্ট: সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো ( NCB – নার্কোটিক্স কন্ট্রোল বুরো) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো )-র। চার্জশিটে রিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখা ও পাচার করার অভিযোগ দায়ের হয়।
    ” ২৭ অগস্ট: ইডি-র তলব রিয়ার বাবা প্রাক্তন সেনা অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। রিয়ার ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদ CBI এর।
    ” ২৮ অগস্ট: রিয়াকে তলব সিবিআইয়ের, দশ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ।
    “২৯ অগস্ট: রিয়াকে ফের জিজ্ঞাসাবাদ CBI এর।
    ” ১ সেপ্টেম্বর: রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও মা সন্ধ্যা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ CBI এর।
    ” ২ সেপ্টেম্বর: মামলায় এনসিবি প্রথম গ্রেফতার করেন মাদক সরবরাহকারী বসিত পরিহারকে।
    ” ৪ সেপ্টেম্বর: গ্রেফতার হয় শৌভিক, দীনেশ সবন্ত, স্যামুয়েল মিরান্ডা।
    ” ৬ সেপ্টেম্বর: রিয়াকে তলব এনসিবি-র।
    ” ৭ সেপ্টেম্বর: ফের জিজ্ঞাসাবাদ রিয়াকে
    “৮ সেপ্টেম্বর: অবশেষে গ্রেফতার হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

    অভিনেত্রী রিয়া চক্রবর্তী একটি সাক্ষাত্কারে ওনার উপর লাগানো মামলা অস্বীকার করেছিলেন। রিয়ার আইনজীবী সতীশ মনশিন্দে তাঁর গ্রেপ্তারের বিচারকে সম্পূর্ণ বিদ্রূপ হিসাবে বর্ণনা করেন, তিনি বলেন অভিনেতা সুশান্ত সিং আগে থেকেই ওষুধ সেবন করতেন তার জন্যই রিয়া আগে থেকেই দূরত্ব বজায় রাখতে লেগেছিলেন। এই ঘটনায় বিহার পুলিশ ও নীতীশ সরকারের হস্তক্ষেপের পর থেকেই রাজনৈতিক রং লেগে যায় পুরো মামলায়।