|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
দক্ষিণ চব্বিশ পরগনার জমিয়তে উলামায়ে হিন্দের নির্বাচনী সভা অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জেলা অফিসে। উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন অবজারভার তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব। এবং রাজ্য কমিটির মুফতি ইমদাদুল হক সহ বেশকিছু নেতৃত্ব । আজ এই নির্বাচনী সভা মুলত ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদে নতুন জেলা কমিটি নির্বাচিত হয়. নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব, সহ-সভাপতি নির্বাচিত হন মাওলানা ইলিয়াস সাহেব, মাওলানা বদর উদ্দিন সাহেব , কাজী রফিক সাহেব, মুফতি মোফাজ্জল সাহেব ও হাজী আব্দুল খায়ের সাহেব, সাধারণ সম্পাদক মুফতি আমিনুদ্দিন সাহেব সহ ৫ জন সহ সম্পাদক নির্বাচিত হন, অফিস সেক্রেটারী হিসেবে পুনর্নির্বাচিত হন মাওলানা জিয়াউল হক সাহেব. রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব বলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে জেলা কমিটির নির্বাচন সমাপ্ত হয়েছে যা উল্লেখযোগ্য.সর্বশেষে নতুন কমিটির হাতে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে নির্বাচন সভার সমাপ্তি ঘোষণা করা হয়।