বাসুল ডাঙ্গায় মাইনরিটি সেলের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উপলক্ষে পানীয় জল,মিষ্টি বিতরণ! পরিদর্শনে এ এস আই জিয়াউল হক মির

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:বিশ্ব নবী দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।

    হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় পা মেলান। ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বাসুল ডাঙ্গা অঞ্চলে মাইনরিটি সেলের পক্ষ থেকে ও বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল। ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় শোভাযাত্রার আয়োজন করা হয়। সারা এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা।মিছিলে অংশ নেন এলাকার বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা।বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি ডায়মন্ড হারবার বিভিন্ন এলাকায় শোভা যাত্রার আয়োজন করা হয়। কমিটির পক্ষ থেকে খুরশিদ আলম জানান আজ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। যিনি পৃথিবীতে এসে অন্ধকার দুনিয়াকে শিক্ষার আলোয় আলোকৃত করেছিলেন,তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেইসঙ্গে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার সামীম আহমেদের পূর্ণ সহযোগিতায় এবং ডায়মন্ড হারবার থানার জেলা পুলিশের সহযোগিতায় এছাড়াও বাসুল ডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার ও উপপ্রধান সুজাউদ্দিন সাঁফুইয়ের সহযোগিতায় আজকের এই মিছিলটি সাফল্য মন্ডিত হলো। বিভিন্ন এলাকায় মিছিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ এস আই জিয়াউল হক মির সহ ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন এগিয়ে আসেন।