আজ বর্ণাঢ্য সোভাযাত্রার মাধ্যমে দলীয় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল কুলতলিতে 

আজ বর্ণাঢ্য সোভাযাত্রার মাধ্যমে দলীয় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল কুলতলিতে

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা একের পর এক দলীয় কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষে উঠে পড়ে লেগেছেন। এমনি চিত্র দেখা গেল কুলতলী বিধানসভার মনিটর অঞ্চলে। সাজাহান মোল্লা, আনাম খাঁন ও মোমিন লস্করের উদ্যোগা কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 129 কুলতলী তপঃ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল কে অধিক সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে এই কর্মসূচি । আর এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন এখানে ডিজে বাজিয়ে খেলা হবে স্লোগানের মাধ্যম দিয়ে হুড়খোলা গাড়ি চেপে প্রচার করলেন মনিরতট অঞ্চলের অলিতে-গলিতে। মিছিলে দেখা গেল আবাল বৃদ্ধ-বনিতা, এই মুহূর্তে তাদের দলীয় প্রার্থী কে সঙ্গে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন । ভোট এগিয়ে আসায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা একের পর এক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনই চিত্র দেখা গেল কুলতলী বিধানসভার মনিটর অঞ্চলে ।যেখানে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থক রা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১২৯ কুলতলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল এর অধিক সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে এই কর্মসূচি আর এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন এখানে ডিজে বাজিয়ে খেলা হবে স্লোগানের মাধ্যম আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় কুলতলী বিধানসভা নির্বাচন কুলতলী বিধানসভা কে পাখির চোখ করতে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে লেগেছে। এস ইউ সি আই এর শক্ত ঘাঁটি নামে পরিচিত থাকায়, বিগত কয়েক বার তাদের প্রার্থী জয়লাভ করেছে। পরবর্তীকালে পালাবদলের সময়ে সিপিআইএমের দুবারের বিধায়ক এই কুলতলিতে জয়লাভ করেছেন সিপি আই এম বিদায়ী বিধায়ক রাম শংকর হালদার এই মুহূর্তে তিনি ও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অপরদিকে এস ইউ সি আই এর রাজনৈতিক ব্যক্তিত্ব জয় কৃষ্ণ হালদার মাঠে-ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। যুক্তফ্রন্টের পরে এই কুলতলী শাসকদল তৃণমূল এর কোন বিধায়ক এখানে জিততে পারেনি, তাই এই মুহুর্তেই তাদের পাল্লা ভারী বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রার্থী গনেশ চন্দ্র মণ্ডল অধিক সংখ্যক ভোটেই কুলতলিতে জে তার জন্য প্রতিটি অঞ্চলে জন সংযোগ করছেন । কুলতলি ও জয়নগর 2 পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে অধিকাংশ পঞ্চায়েত অধিকাংশ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকা একটা আলাদা অক্সিজেন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাই প্রতিটি অলিগলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল কে নিয়ে হাজার হাজার মানুষ পদযাত্রা করছেন। দলীয় প্রচারে তা দেখা গেল। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় কুলতলী বিধানসভা নির্বাচন, কুলতলী বিধানসভা কে পাখির চোখ করতে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে লেগেছে এস ইউ সি আই ও সি আই এম এর শক্ত ঘাঁটি নামে পরিচিত থাকায়, বিগত কয়েক বার তাদের প্রার্থী জয়লাভ করেছে। পরবর্তীকালে পালাবদলের সময়ে সিপিআইএমের দুবারের বিধায়ক এই কুলতলিতে জয়লাভ করেছেন বিধায়ক রাম শংকর হালদার এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অপরদিকে এস ইউ সি আই এর রাজনৈতিক ব্যক্তিত্ব জয় কৃষ্ণ হালদার মাঠে-ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। যুক্তফ্রন্টের পরে এই কুলতলী শাসকদল তৃণমূল এর কোন বিধায়ক এখানে জিততে পারেনি। তাই এই মুহুর্তেই গনেশ এর পাল্লা ভারী বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল অধিক সংখ্যক ভোটেই কুলতলিতে জেতার জন্য প্রতিটি অঞ্চলে পদক্ষিন করছেন ।