|
---|
আর এ মণ্ডল : বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বোন্দল হাটি গ্রামের দরিদ্র সম্ভ্রান্ত পরিবারের কন্যা তামান্না তৌহিদ। এবারের মূল্যায়ন ভিত্তিতে সোনামুখী বি জে হাইস্কুল (উ: মা:) থেকে ৯৪ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। বিষয় ভিত্তিক নম্বর বাংলা ৯২, ইংরেজি ৯৪,কম এ ৯৬, ভূগোল ৯৬, দর্শন ৭৪ ও ইতিহাস ৯২. তামান্নার বাবা সেখ নিয়ামত আলী প্রান্তিক চাষী, এককালে একটি দৈনিকে লিখতেন।মা ইমরানা বেগম গৃহস্থালির কাজ করেন , ছোট বোন তানিয়া তৌহিদ দশম শ্রেণীর ছাত্রী। সোনামুখী বি জে হাইস্কুল এর প্রধান শিক্ষক এবং ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জাকির সাহেব জানান যে তানিয়া বরাবরের মেধাবী ছাত্রী। আশানুরূপ সাফল্য সে পেয়েছে।সে জানায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষার প্রসারে সহায়তা প্রদান তাকে যথেষ্ট সাহায্য করেছে। কিন্তু উচ্চ শিক্ষা অর্জন করতে সে ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায়,যা এই পরিবারের পক্ষ থেকে অর্থ জোগান দেওয়া খুবই কঠিন। সরকারি উদ্যোগ তো উচ্চ শিক্ষা অর্জনে দিশা দেখাচ্ছে-। তবুও শিক্ষানুরাগী সহৃদয় ব্যক্তিত্বের নিকট থেকে কিছু সহায়তা এই ছাত্রীটির উচ্চ শিক্ষার্থে এগিয়ে চলার পথ সুগম হবে।