|
---|
ইউশা আব্বাসী, নতুন গতি, হুগলি: বিশ্বনবী দিবস পালিত হল হগলির তারকেশ্বর এলাকার দুল্যা গ্রামে।
ঐদিন বক্তব্য উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশনের হুগলি জেলা সভাপতি মফিজুর রহমান (আবমার)সিঙ্গুর ব্লকের সম্পাদক গোলাম মোর্তজা সমাজ সেবি সাজাহান সাহেব আরো অনেকে। ঐদিন (আবমার) জেলা সভাপতি মফিজুর রহমান বিভিন্ন বিষয় নিয়ে তথা দেশের পরিস্থিতির উপর আলোচনা করে।সকলকে বিশ্বনবীর আদর্শ মেনে সকল জাতিকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার আহবান জানান। ঐদিন মফিজুর রহমানের দুয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।