|
---|
নিজস্ব সংবাদদাতা, উওর২৪পরগনা : ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হল বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিভাবক ও অভিভাবকরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপ- প্রধান শিক্ষক অশোক হালদার, প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী, ক্যারাটিয়ান দিলীপ জানা, শিক্ষক ষষ্ঠীপদ হালদার, যোগরত্ন শিবনারায়ণ দে, অরুন পাত্র প্রাক্তন এল আই সি ম্যানেজার, প্রবীর চক্রবর্তী প্রাক্তন আর্মি অফিসার এছাড়াও মামুদপুর ওয়েলফেয়ার সোসাইটি র সভাপতি সঞ্জীব সিংহ,সহ সভাপতি আয়ুব আলি। প্রতিযোগিতার পর উভয় বিভাগে ১ম, ২য় ও ৩য় জনকে স্মারক উপহার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন সংগঠনের সম্পাদিকা মিনতী দেওয়ান।