ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলো স্বপ্নের পথিক নামি একটি সংগঠন

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: “ঈদ মানে খুশি
    ঈদ মানে আনন্দ” – কিন্তু এই আনন্দ সীমাবদ্ধ শুধু সামর্থ্যবানদের মাঝে। প্রতি বছর ঈদ আসে ঈদ যায়, কারো কাছে ঈদ মানে লাখ টাকার কেনাকাটা আবার কারো কাছে ঈদের দিনটি অন্য দিনের থেকে ব্যতিক্রম কোন দিন না। সেই একই ছেঁড়া জামা, সেই একই ভাবে ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বিত্তবানদের ধারে ধারে ঘুরে বেড়ানো। ঈদের খুশি থেকে তারা সবসময়ই বঞ্চিত। হা, আপনার আমার পাশেই আছে এমন অনেক গরিব দুঃস্থ, অসহায় মানুষ যারা চিরকালই ঈদের আনন্দ থেকে বঞ্চিত।

    ঈদের অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে দুঃস্থ ও অসহায় মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ঈদবস্ত্র উপহার দিলেন মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকায় “স্বপ্নের পথিক” নামে একটি সংগঠন। বস্ত্রের সাথে কিছু খাবার ও কসমেটিক দ্রব্য।

    এবারের ঈদ আনন্দে বাদ যাবে না কোন শিশু এই শ্লোগানকে সামনে রেখে এ বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান এই সংঘঠনের সক্রিয় সদস্য সাহিন আখতার। তিনি আরো বলেন “অসহায়ের পশে সাহসের সাথে” এটা হলো আমাদের সংগঠনের স্লোগান। তিনি আরো বলেন, আমরা স্বাস্থ ও শিক্ষা সচেতন মূলক কাজও করবো।