মোদির মন্ত্রী সভায় সাধু সেজে থাকা সারেঙ্গী আসলে একজন দাগি আসামি

 

    নিজস্ব সংবাদদাতা: রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া উড়িষ্যার বালেশ্বর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী আসলে একজন দাগি আসামি। নেই কোন বাড়ি, নেই কোন গাড়ি এমনই তার জীবন যাপন। কিন্তু নিরীহ দুই ফুটফুটে বাচ্চার হত্যার পেছনে উস্কানিদাতাকে এখনো ক্ষমা করতে পারেনি ভারতবাসী।এবারে মোদির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেয়েছে। লোকদেখানো সাধু বেশে থাকা এই সাংসদ গ্রাহাম স্টুয়ার্ট স্টেইন্স নামক যাজক এবং তার দুই বাচ্চাকে জীবন্ত পুড়িয়ে মারার সেই ভয়াবহ ঘটনার সাথে যুক্ত ছিলেন। সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল।

    এই নৃশংসতা কখনোই ধর্ম বা মঙ্গলজনক রাজনীতির ফসল হতে পারে না। স্টেইন্সের স্ত্রী এবং ওই দুই বাচ্চার মা দেশ ছাড়ার সময় বলেছিলেন, আমি হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছি। মূল অভিযুক্ত দারা সিং ও বজরং দল ঘনিষ্ট বারোজন, যারা যাবজ্জীবন খাটছে। কিন্তু তাদের মাথা খেয়ে খেয়ে ওই উন্মত্ততার স্তরে পৌঁছে দেবার জন্য দায়ী এই সারেঙ্গী ছিল।যারা আজ আক্ষরিক অর্থেই সাধু সাজছে।