|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার রাজনগরে সাধারণ পাঠাগার তথা গ্রন্থাগারের মুক্ত মঞ্চে রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক স্মরণ সভার আয়োজন করা হয়৷ প্রয়াত শিক্ষক ও সমাজসেবী সুনীল কুমার মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সভা৷ জাতীয় কংগ্রেসের রাজনগর ব্লক কমিটির উদ্যোগে প্রাক্তন দলীয় নেতাকে স্মরণ করার উদ্দেশ্যে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন , দলীয় জেলা নেতৃত্ব, প্রয়াত শিক্ষকের পুত্র সহ অন্যান্য সুধীবৃন্দ৷
রবিবার রাজনগর সাধারণ পাঠাগারের মুক্ত মঞ্চে আয়োজিত উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক দেবদাস চক্রবর্তী৷ এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব রুপে সঞ্জয় অধিকারী, চঞ্চল চট্টোপাধ্যায়, প্রয়াত শিক্ষকের পুত্র শান্তনু মন্ডল, স্থানীয় বাসিন্দা ও ওই শিক্ষকের অনুরাগী রুপে গৌরী শঙ্কর মন্ডল, নারায়ণ সৌ প্রমুখ৷ মঞ্চের অতিথিদের পাশাপাশি এলাকার অনেকেই স্মৃতি চারণা করেন৷ প্রয়াত শিক্ষকের সমাজসেবার কাজ তুলে ধরেন তাঁরা৷ প্রয়াত শিক্ষকের প্রতিকৃতীতে পুষ্প স্তবক প্রদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়৷ উপস্থিত সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়৷ সভাটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন কংগ্রেসের রাজনগর ব্লক কমিটির সভাপতি অমরচন্দ্র মালী৷ প্রয়াত সমাজসেবী সুনীল বাবুর স্মৃতিতে এমন একটি স্মরণ সভা করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অনেকে৷