|
---|
মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই দলীয় কর্মসূচি “দিদিকে বলো” নিয়ে সাধারণ মানুষের দরবারে হাজির হয়ে জনসংযোগ করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা জিপির তৃণমূল নেতারা।সোমবার সকাল দশটা নাগাদ তুলসিহাটা জিপির রাড়িয়াল গ্রামে জনসংযোগ করে “দিদিকে বলো” কর্মসূচি পালন করেন ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর – ১ নং ব্লকের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন, দিদিকে বলো কর্মসূচির দলীয় দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি কল্যাণী ঘোষ দাস , তৃণমূল কর্মী সমর্থক মহম্মদ রনি, রমেশ গুপ্তা, বিনোদ গুপ্তা, ও শঙ্কর মোদক সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক ।
এদিনের এই কর্মসূচিতে তজমূল হোসেন ও সন্তোষ চৌধুরী বলেন, ‘ “যে সব নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যই দিদির নতুন উদ্যোগ “দিদিকে বলো”।আর সেই উদ্যোগে সফল করার উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি ।”
এদিন এলাকার সাধারণ মানুষের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। তজমূল হোসেন আরো বললেন “আমরা সাধারণ মানুষের কাছে যাবো, তাদের সমস্যার কথা শুনবো , আমরা যেখানে সমস্যা সমাধান করতে পারবো না সেখানে মানুষকে বলবো দিদিকে বলো”।