জমছে জঞ্জাল, বাড়ছে দূষণ

শেখ আতিউল্লা , চন্ডীপুর , পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তগর্ত পাকা সড়কগুলির পাশে ও রাস্তাধারে দোকানগুলির পাশে এই ধরনের প্লাস্টিক জমছে ৷ তা তা থেকে বাড়ছে দূষণ ও ছড়াচ্ছে দুর্গন্ধ ৷আধুনিক বিজ্ঞানের আর্শীবাদে কৃষিক্ষেত্রে সবুজবিপ্লব ঘটেছে । কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে । সারা বছর জমিতে সেচব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে, এতে একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে । রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরণের রোগ সৃষ্টি হচ্ছে ।
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব জানার সঙ্গে সঙ্গে প্লাস্টিকের বিকল্প সন্ধান করা হচ্ছে না । আদৌ প্লাস্টিকের উত্তম ও সহজলভ্য বিকল্প রয়েছে কি না, সে প্রশ্নও উঠছে। সুলভে সহজে পচনশীল প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়ার বিষয়ে অনেকের সংশয় রয়েছে। তবে একবার ব্যবহার উপযোগী ও সহজে ব্যবহারযোগ্য প্লাস্টিকের পচনশীল ও সস্তা বিকল্প পাওয়ার ব্যাপারে অনেকেই আশাবাদী। এর থেকে মুক্তিপেতে এলাকার জনগনেরা রাস্তায় নামতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী ৷ ভোগান্তির শেষ কবে ৷ এই বিষয়ে প্রশাসন সহ এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি ৷