|
---|
জাকির হোসেন সেখ, ২৯ মে, নতুন গতি, কলকাতা: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয় বারের জন্য শপথ নেবেন আগামীকাল বৃহস্পতিবার। প্রথমে যাবেন বলেও সেই অনুষ্ঠানে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন যে, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন। বলেছিলেন, গণতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক সৌজন্য রক্ষায় তিনি অবশ্যই যোগ দেবেন নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু যখন তিনি জানতে পারেন যে গত পঞ্চায়েত নির্বাচন থেকে এবারের লোকসভা নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫৪ জন বিজেপি কর্মী রাজনৈতিক সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি তুলে সেই ৫৪ জনের পরিবারকেও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, তখনই তিনি সিদ্ধান্ত বদল করেন।
আজ বুধবার দুপুরে এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তিনি যাচ্ছেন না মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে। কারণ হিসেবে তিনি বলেন ব্যক্তিগত বিবাদ এবং পারিবারিক কারণে মৃত ব্যক্তিদেরই রাজনৈতিক শহীদ বলে সম্পূর্ণ মিথ্যে কথা বলে মৃতদের শহীদের তালিকাভুক্ত করা হয়েছে। এটা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। তাই তিনি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না।