|
---|
নিজস্ব প্রতিনিধি; পূর্ব মেদিনীপুর: দেশে মোদী সরকার কেন্দ্রে পুনরায় ক্ষমতায় আসা এবং রাজ্য ২টি আসন থেকে একলাফে ১৮টি আসন পাওয়ার আনন্দে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিজেপি সংগঠন স্থানীয় এলাকাবাসীদের মধ্যে আজ “লাড্ডু” বিতরণ করবে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে থেকে চলছে কয়েক হাজার “লাড্ডু” বানানো পর্ব।
এছাড়াও, দিল্লিতে আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে সাংবিধানিক শপথ গ্রহন করবেন। এই খুশিতে মেটে উঠে মহিষাদল বিজেপির তরফ থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার আয়োজনও করা হবে বলে জানা গিয়েছে। শুধু মহিষাদল নয়, চৈতন্যপুর, দুর্গাচক সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিজয় শোভাযাত্রার আয়োজন করছে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব।