|
---|
আতাউল্লাহ আহমেদ, ঝাড়গ্রাম:
আবারও নবদিগন্তের টিম পৌছিয়ে গেলো পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। সেখানকার মানুষদের রোগা দেহগুলোকে সুস্থের জন্যে ডা: ফারুক হোসেন সহ টিমের অন্যান্য ডাক্তাররা উপস্থিত ছিলেন। হাড়গিলে মানুষগুলোর ব্লাড প্রেসার গড়ে সিষ্টোলিক 160 থেকে 220, যান্ত্রিক ত্রুটির কারণে নয় তো ! সেটা যাচাই করতে পরিচিত অনেক জনের ব্লাড প্রেসারও মাপা হলো। জানা গেল জঙ্গলমহলের মানুষের অজ্ঞতাই এর কারণ । বাঁশের ঝোড়া বুনে অনিশ্চিত আয়ের এই মানুষ গুলো জানেই না যে এই বেশি ব্লাড প্রেসার ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে জীবন শেষ করে দিতে পারে ।
আর ঠিক এই কারণেই সিআরপিএফ জোয়ান গৌরাঙ্গ মাহাতো ও সহযোগি পরিমলের ডাকে নব দিগন্তের টিম সুদূর কোলকাতা থেকে পৌঁছে গেল ঝাড়গ্রাম জেলার জামবনির শবর, কালিন্দী, মাহাতো ও সরদের নিয়ে বসবাসকারী এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম মুনিয়াদা ও তার সংলগ্ন আরোও কিছু গ্রামে তাদের স্বাস্থ্যপরিসেবা ও স্বাস্থ্য-সচেতনতা শিবির সহ গরীব মহিলা ও শিশুদের জন্য বস্ত্র বিতরণের উদ্দেশ্যে।
নব দিগন্ত সারা পশ্চিমবঙ্গে যে ছয়টি জোনে ভাগ করে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা দেওয়ার ব্রত নিয়েছে সেই ২০১৪ থেকে, জঙ্গলমহল তার মধ্যে অন্যতম। সেখানে মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া সহ পুরুলিয়া জেলাটিও পড়ে। আজকে ডাঃ ফারুক হোসেন গাজীর নেতৃত্বে নব দিগন্তের টিম পৌঁছে যায় ঝাড়গ্রামের জামবনির মুনিয়াদা গ্রামে । অল্প ঘনত্বের জঙ্গলের গ্রাম গুলো থেকে প্রায় বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধের ব্যবস্থ করা হয়।
ঔষধ দেওয়ার সময় ডাক্তারদের পাশাপাশি সংস্থার সদস্য নুরুজ্জামান, আমিনুল ইসলামও বেশি ব্লাড প্রেসারের রুগীদেরকে তাদের সমস্যাটি নিয়ে সচেতনতা সহ সাবধানতা নিতে বলেন। পাশাপাশি মধুমিতা দাস ও এফ মল্লিক প্রায় ৪০ জন মহিলার জন্য নতুন কাপড় ও ৬০ জন ছেলেমেয়ের জন্য নতুন জামা ও ফ্রক বিতরণ করেন নব দিগন্তের পক্ষ থেকে। যদিও প্রয়োজন আরও বেশি। তবে আবার নিয়মিত শিবিরের করে তাদের সুস্থ ভাবে বেঁচে থাকার আশ্বাস দিয়ে কলকাতা ফেরার ট্রেন ধরে টিম নব দিগন্ত।
ঝাড়গ্রামের চিকিৎসক ও নব দিগন্তের সদস্য ডাঃ মাধব চন্দ্র রানা ও আরও দুই পরিচালক সদস্য আনিসুর রহমান ও বাপি খান খাতড়া থেকে এসে শিবিরে যোগদান করেন । মেদিনীপুর থেকে সংস্থার পরিচালক সদস্য রিজাবুল সেখ পুরো শিবিরটির পরিচালনায় ছিলেন।