হাওড়া জেলার দ্বীপ অঞ্চল ভাটোরার পর পাঁচালার মানিকপীরে হাতির তান্ডব, সন্দেহ ও রহস্য তৈরি হচ্ছে।

সাইফুদ্দিন মল্লিক, হাওড়া : সোমবার সকালে হাওড়া জেলার জয়পুর থানার, দ্বীপ অঞ্চল উত্তর ভাটোরাতে হটাৎ ( রূপনারায়ন এবং মুন্ডেশ্বরী নদী দ্বারা আবদ্ধ চতুর্থ দিক, তাই দ্বীপ ) হাতি নজরে পড়ে গ্রাম বাসীদের। ভোর সকালে মাঠে হাতি দেখে ভয় পেয়েছিল কয়েকজন কৃষক।  ইতিহাসের প্রথম ভাটোরাতে হাতি দেখা যায়।  কিছু পরেই হাতি দুটি একটি ঘরে আক্রমন করে, তার পরে চলে ফসল নষ্টের পালা। মুহূর্তের মধ্যে হাতির খবর ছাড়িয়ে পড়তে গ্রামবাসী জড় হতে থাকে। বহু মানুষ ঘটনাটি সত্য নাকি জানতে ছুড়ে আসে।ফসল নষ্ট বাঁচাতে হাতিকে তাড়াতে শুরু করে গ্রামবাসীরা। দুপুরে পর বন দপ্তরে কর্মী এবং জঙ্গল মহল থেকে হাতি তাড়ানো প্রশিক্ষণ ব্যক্তিদের আনা হয়। মুণ্ডেশ্বরী নদী পার করে  হুগলীর মাড়খানা থেকে ধরে নিয়ে যায় বন কর্মীরা। প্রশ্ন উঠছে প্রায় ৭০ কিমি পথ অতিক্রম করে দুটি নদী টপকে মেদিনীপুরের জঙ্গল থেকে হাতি আসল কেমন করে ?

    একদিন পরেই অলৌকিক ভাবে মঙ্গলবার ভোর সকলেই দুটি হাতি দেখতে পাওয়া যায় হাওড়ার পাঁচলার মানিকপীরে। এখানে হাতি দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ইতিহাসের প্রথম হাতির উদ্ভব তা দেখতে ভিড়ও হয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা চলে আসে, কিন্তু হাতি ধরতে পারেনি তারা,  গ্রামের ভিতরে প্রবেশ করেছে হাতি, গ্রামের সরু পথে ক্রেন যাওয়ার সমস্যা। আপাতত হাতি দুটি বন ভোজন করতে এসে রাত্রিযাপন করছে মানিকপীরে। ভোর সকালে আমতা রনিহটি রোডের পাসে হাতি আসলো কিভাবে এটা বড়ো প্রশ্নে?

    উত্তরবঙ্গের ডুয়ার্সে ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের গ্রামগুলিতে প্রায়শই হাতির আনাগোনা দেখতে পাওয়া যায়। ডুয়ার্স ও জঙ্গলমহলে লোকালয়ে হাতির আক্রমণে মারাও যান অনেকেই। কিন্তু, কলকাতা লাগোয়া জেলা হাওড়ায় জঙ্গল নেই, তাও হাতি আসল কেমন করে। হওয়া হাওড়ার দুই জায়গা উত্তর ভোটারা থেকে ৭০ কিমি দূরে এবং মানিকপীর থেকে ১২০ কিমি দূরে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী পার হয়ে হাতি আসলো কিভাবে, এটা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে দুটি হাতি আসছে কোন মানুষের চোখে পড়লো না এটা হতে পারে ? বিভন্ন লোকালয়, রাস্তা, মাঠ পার করে হাতি স্বাভাবিক ভাবে পায়ে হেঁটে আসলে অবশ্যই মানুষের চোখে পড়বে। বন দপ্তর এবং বিশেষজ্ঞরা বলছেন দল ছুট হয়ে হাতি চলে এসেছে, এটা মানা যায়। দীর্ঘ পথ অতিক্রম করে হাতি এসেছে, পথে হাতিদের কোন মানুষ দেখেছে এর খবর এখনও সেই খবর নাই। মেদিনীপুর, হুগলির কোন মাঠের ফসল নষ্ট হয়েছে তাও খবর পাওয়া যায়নি। ইতিহাসে রেকর্ড করা দুটি জায়গাতে হাতির উদয় চক্রান্ত এবং অলৌকিক নয়তো ? পৃথিবীর বহু ঘটনা মিথ হয়ে থেকে গেছে ইতিহাসের পাতায়, হাওড়ার দুটি জায়গাতে হাতির উদয়ও সেই ভাবেই মিথ ও কল্পকাহিনী হয়ে ফাইলে বন্দী হবে। আসল কাহিনী ও ঘটনা জানতে পার যাবে না!