|
---|
আরাফাত আহমেদ, নতুন গতি ডেস্ক, ডানকুনি:
আজ জমিয়তে উলামায়ে বাংলার ডানকুনি শাখা কমিটির উদ্যোগে জাতী , ধর্ম, বর্ন নির্বিশেষে সমস্ত মানুষের নিয়ে জম্মু ও কাশ্মীরের পূলওয়ামাই আত্মঘাতী বিস্ফোরনে শহীদ সেনাদের আত্মার শান্তি কামনায় ও আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনার উদ্দেশ্যে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে মৌনমিছিল হয় ডানকুনি হাউসিং মোড়ে ।
এই মিছিলে উপস্থিত গ্রামের বিশিষ্ট সাহিত্যিক, আলেম, শিক্ষাকর্মী, শিক্ষার্থী ও অন্যান্য ওলামায়ে একরাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সংগঠনের পক্ষ থেকে শহীদদের পরিবারের হাতে কিছু হলেও অনুদান তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।