|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
গত ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।কিন্তু শুরু থেকেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে বিতর্কে মাধ্যমিক পরীক্ষা নিয়ামক সংস্থা। কে বা কারা রয়েছে এই প্রশ্ন ফাঁসের পিছনে। বাংলা , ইংরেজি প্রশ্ন ফাঁস নজরে আসতেই পর্ষদ প্রশাসকের সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি তদন্ত ভার দেন রাজ্য তদন্তকারী সিআইডি কে। গোপনে তদন্ত করছিল সিআইডি।
আজ সকালে সন্দেহজনকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করে সিআইডি মঙ্গলকোট বিধানসভার কৈথন গ্রামে রয়েছে এই পাঁচ ব্যক্তির মধ্যে একজন। যার নাম শাহবাজ মন্ডল। বাবা আর্মিতে চাকরি করেন। স্থানীয় সূত্রে খবর শাহবাজ পড়াশোনায় খুবই ভালো ছেলে ছিল। মাধ্যমিকের ৭৪ শতাংশ নম্বর পায় সে। এরপর তার বাবা তাকে মেমারির একটি মিশনে পড়াশোনার জন্য একাদশ শ্রেণিতে ভর্তি হয়।
ওখান থেকেই সিআইডি তাকে গ্রেফতার করে আজ সকাল বেলায়। তবে কিভাবে শাহবাজের নাম জড়িয়ে গেল এ বিষয়ে গ্রামের লোক চিন্তিত। ঘটনা যায় ঘটুক না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে কৈথন গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।