|
---|
নিজস্ব সংবাদদাতা : ছেলের হাতে মা খুন,মা কে কুপিয়ে খুন করলো বড় ছেলে।ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পাপদারা ঘোষপাড়া এলাকায়।মা কে খুন করার পিছনে বাবাও জড়িত বলে দাবি ছোট ছেলে সম্রাট ঘোষের। বাবার উপস্থিতিতেই দাদা সৌমেন ঘোষ মা কে হাঁসুয়া দয়ে কুপুয়ে খুন করে বলে দাবি ছোট ছেলের, সেই সময় বাড়িতে সম্রাট ছিলেন না। মা কল্পনা ঘোষ অঙ্গনওয়ারি তে কাজ করতো। বাবার কথামত মা র কাছে টাকা চাইতো দাদা সৌমেন ঘোষ, আর সেই টাকা মা না দিতে পারলে চলতো মায়ের উপর অত্যাচার, এমনটাই দাবি ছোট ছেলে সম্রাট এর। মা কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা। ছোট ছেলে সম্রাট ঘোষ চান বাবা মৃত্যুঞ্জয় ঘোষ ও দাদা সৌমেন ঘোষ কে যেন এমন সাজা দেওয়া হয়,দুজনে যেন সারা জীবন জেলের মধ্যে বসে পচতে হয়। তবে খুনটা দাদা একাই করেছে,বাবার ইন্ধন ছিলো বলে অভিযোগ। বাবা মৃত্যঞ্জয় ঘোষ দীর্ঘদিন ধরেই অসুস্থ বাড়িতেই থাকেন তিনি। অভিযোগ দীর্ঘদিন ধরেই মার কাছে টাকা চাই তো বড়ছেলে।মৃত কল্পনা ঘোষের দুই ছেলে। এদিন বড় ছেলে হাসুয়া নিয়ে চড়াও হয় মায়ের ওপর। এলোপাতাড়ি কোপ চালাতে থাকে সে। ঘটনাস্থলে সে সময় উপস্থিত ছিল মৃতার স্বামী। মৃতার ছোট ছেলের অভিযোগ তার বাবা এবং দাদা মিলে হত্যা করেছে তার মাকে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক সৌমেন ঘোষ কে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।