|
---|
নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের গলসি থানার আদরাহাটিতে কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ঈদ মিলন উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে গোটা গ্রাম । অনুষ্ঠানে মহিলা ও ছোটদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সাতটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়। ২৭ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেন। সম্প্রীতির উৎসব ঈদ সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তি বর্গ।
সমিতির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ নিশাত আলম জানান, বিভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সূচে সুতো পরানো- যথাক্রমে নৌরিন পারভিন, লামিয়া পারভিন, রহিমা খাতুন, মোমবাতি জ্বালানো- মানসী বেগম, হাসনা আরা, মাসুমা ফারিহা, লেবু দৌড় – সৈয়দ আতিকুল্লাহ্, সানিয়া পারভিন, সৈয়দ অ্যায়শাম উল্লাহ্, মিউজিক্যাল চেয়ার-নৌরিন পারভিন, ওয়ালিমা খাতুন, আকলিমা বেগম, হাঁড়ি ভাঙা- নৌসিন পারভিন, মানসী বেগম, সানিয়া পারভিন, চামচ-মার্বেল – সৈয়দ মোসেনুল্লাহ্, লামিয়া পারভিন, নৌরিন পারভিন, ১০০মিটার দৌড় – সৈয়দ আতিকুল্লাহ্, সৈয়দ মোসেনুল্লাহ্, সৈয়দ অ্যায়শান উল্লাহ্, সৈয়দ আকসাৎ জুনেদ প্রমুখকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিচারকের আসন অলংকৃত করেন সৈয়দ সামিউল্লাহ্, সৈয়দ মাহ্ফুজ রাব্বি, সৈয়দ আলিমুল্লাহ্ সৈয়দ আফরোজ আলম প্রমুখ ।
আলোচনাসভায় অংশ নিয়ে সৈয়দ আফরোজ আলম বলেন, সম্প্রীতির উৎসব ঈদ। ঈদকে ঘিরে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ়তর করবে। তিনি এমন একটা আনন্দ মুখর অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পুরস্কার তুলেদেন সৈয়দ নূরুল আলম সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিতীর্থ চুরুলিয়া নব কৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ নিশাত আলম।