|
---|
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী এই সম্পর্কে জানান , নিহতদের পরিবার প্রতি 2 লক্ষ্য টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। এছাড়া আহতদেরও দেখাশোনা করা হচ্ছে, তাদেরও আর্থিক সাহায্য নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
যারা নিজেদের জীবনের পরোয়া না করে জলে ভেসে যাওয়া থেকে অনেককে রক্ষা করেছেন, তাদেরও নগদ ১ লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তাদের প্রয়োজন ও সুবিধামতো তারা যাতে চাকরি পান সেই বিষয়ে দেখা হবে।