|
---|
হামিম হোসেন মণ্ডল, বহরমপুর : ২০২৩ সালে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভোটার কার্ডের সঙ্গে আধার লিংকের কাজ চলছে। করা যাবে সংশোধনের আবেদনও। নভেম্বর মাসে খসরা ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। নভেম্বরে শুরু হবে SRER-2023-এর কাজ অর্থাৎ, নতুন নাম তোলা, সংশোধন, স্থানান্তর, বিয়োজনের কাজ শুরু হবে বুথে বুথে বলে সূত্রে খবর। এবার থেকে বছরে তিনবার নাম তোলার সুযোগ পাওয়া যাবে। জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর – যে মাসে বয়স ১৮ অতিক্রম করবে তখনই নিদর্শ-৬ পূরণ করে অনলাইনে (বা অফলাইন) আবেদন করা যাবে। এবার নিদর্শ বা ফর্ম পরিবর্তন হয়ে নতুন হয়েছে।
বুধবার, মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েতগুলির আসন নির্ধারণ করে জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের এক আদেশনামায় জানানো হয়। দেখা যায় বেশ কিছু পঞ্চায়েতে আসন অর্থাৎ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। যেমন- নওদার কেদারচাঁদপুর-II গ্রাম পঞ্চায়েতে ১৩ থেকে বাড়িয়ে সদস্য সংখ্যা ১৮ করা হয়েছে। এদের মধ্যে সংরক্ষিত আসন মহিলা ৯টি ও ওবিসি ৯টি, অর্থাৎ জেনারেল ৯টি রাখা হয়েছে। নির্বাচন কেন্দ্র বাড়াতে বেশ কিছু বুথ ভাগ করা হয়েছে।