চোখের আলোয় শিবির অনুষ্ঠিত বড়রা গ্রাম পঞ্চায়েতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাসোল ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত ভবন চত্ত্বরে সরকারি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি হিসেবে চোখের আলোয় শিবির অনুষ্ঠিত হয় বুধবার। শিবিরে বিনামূল্যে চোখের চিকিৎসা, ব্লাড প্রেসার, সুগার পরীক্ষা এবং ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

    এদিন শিবিরে মোট ২৬৬ জনের চোখের চিকিৎসা করা হয় যার মধ্যে চোখের ছানি অপারেশন করানোর জন্য সিউড়ি সদরে স্থানান্তরিত করা হয় ৬৫ জনকে।চোখের আলোয় শিবির পরিদর্শন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দনা দত্ত,উপপ্রধান বাবলু মাজি, শিক্ষক কাঞ্চন অধিকারী, সমাজসেবী সেখ জয়নাল, সাক্ষী গোপাল দাস। এছাড়াও ছিলেন স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, সুপার ভাইজার সহ গ্রাম্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। চোখের সমস্যা জনিত কারণে বয়স্ক ব্যক্তিদের মধ্যে ও ভীড় ছিল লক্ষনীয়।